বিদেশে ড্রাইভার নিয়োগ কথা চিন্তা করলেই যে দেশ গুলোর নাম আসে তা হল, দুবাই, কাতার, সৌদিআরব, কুয়েত, ইরাকসহ মিডিলিস্টের দেশগুলো। আমেরিকা, কানাডা ও ইউরোপে অনেকেই যেতে চায় কিন্তু সেখানে ড্রাইভার হিসেবে কেউ যায় না, কারণ সেখানে সবাই নিজের গাড়ী নিজেই ড্রাইভ করে। যার কারণে ঐ দেশ গুলোতে ড্রাইভার হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ নেই। যদিও আছে তবে সেটা ব্যাতিক্রম।
কিন্তু আপনার ড্রাইভিং দক্ষতা থাকলে আপনি দেশের বাহিরে আয়ের অনেক সুযোগ রয়েছে । ড্রাইভিং লাইসেন্স থাকলে দেশের বাহিরে ড্রাইভিং এর কাজগুলো করতে পারবেন । সেক্ষেত্রে বিদেশে আপনার পারমিট পেতে হবে । অর্থাৎ TRP( Temporary Residence Permit ) অথবা PR(Permit of Residence ) পেতে হবে । যদি কাগজ পেয়ে যান তাহলে আপনি উবার এ কাজ করতে পারবেন । কারন দেশের বাহিরে সবাই নিজের গাড়ি নিজে ড্রাইভ করে , কিছু প্রতিষ্ঠান কিছু লোক নিয়োগ করে নিজেদের গাড়ি, ট্রাক ইত্যাদি চালানোর জন্য । যদি নিয়োগ না পান তাহলে নিজে উবার এ কাজ করতে পারেন । ইউরোপ এর দেশগুলো তে উবার এ বেতন হয় ১২ শ থেকে ১৪ শ ইউরো । এছাড়াও অনেক কোম্পানি নিজেদের বিভিন্ন সেক্টর এর জন্য ড্রাইভার নিয়োগ দিয়ে থাকে । আপনি ড্রাইভিং শিখে বিদেশে গিয়ে নিজের জীবন যাত্রার মান পরিবর্তন করতে পারেন । প্রবাসীর অনেক সার্ভিস ট্রেনিং এর মধ্যে ড্রাইভিং অন্তর্ভুক্ত আপনি চাইলে আমাদের মাধ্যমে ড্রাইভিং শিখে নিতে পারবেন । তাই নিজের কর্ম দক্ষতা বাড়িয়ে দেশের বাহিরে যাই , অর্থ এবং সম্মান দু টাই কামাই ।
যেকোনো আপডেট পেতে পেজে নজর রাখুন: https://www.facebook.com/ProbashiShebaLimited
Comments