top of page
Writer's pictureTeam Probashi

ড্রাইভিং শিখে বিদেশ যান


বিদেশে ড্রাইভার নিয়োগ কথা চিন্তা করলেই যে দেশ গুলোর নাম আসে তা হল, দুবাই, কাতার, সৌদিআরব, কুয়েত, ইরাকসহ মিডিলিস্টের দেশগুলো। আমেরিকা, কানাডা ও ইউরোপে অনেকেই যেতে চায় কিন্তু সেখানে ড্রাইভার হিসেবে কেউ যায় না, কারণ সেখানে সবাই নিজের গাড়ী নিজেই ড্রাইভ করে। যার কারণে ঐ দেশ গুলোতে ড্রাইভার হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ নেই। যদিও আছে তবে সেটা ব্যাতিক্রম।

কিন্তু আপনার ড্রাইভিং দক্ষতা থাকলে আপনি দেশের বাহিরে আয়ের অনেক সুযোগ রয়েছে । ড্রাইভিং লাইসেন্স থাকলে দেশের বাহিরে ড্রাইভিং এর কাজগুলো করতে পারবেন । সেক্ষেত্রে বিদেশে আপনার পারমিট পেতে হবে । অর্থাৎ TRP( Temporary Residence Permit ) অথবা PR(Permit of Residence ) পেতে হবে । যদি কাগজ পেয়ে যান তাহলে আপনি উবার এ কাজ করতে পারবেন । কারন দেশের বাহিরে সবাই নিজের গাড়ি নিজে ড্রাইভ করে , কিছু প্রতিষ্ঠান কিছু লোক নিয়োগ করে নিজেদের গাড়ি, ট্রাক ইত্যাদি চালানোর জন্য । যদি নিয়োগ না পান তাহলে নিজে উবার এ কাজ করতে পারেন । ইউরোপ এর দেশগুলো তে উবার এ বেতন হয় ১২ শ থেকে ১৪ শ ইউরো । এছাড়াও অনেক কোম্পানি নিজেদের বিভিন্ন সেক্টর এর জন্য ড্রাইভার নিয়োগ দিয়ে থাকে । আপনি ড্রাইভিং শিখে বিদেশে গিয়ে নিজের জীবন যাত্রার মান পরিবর্তন করতে পারেন । প্রবাসীর অনেক সার্ভিস ট্রেনিং এর মধ্যে ড্রাইভিং অন্তর্ভুক্ত আপনি চাইলে আমাদের মাধ্যমে ড্রাইভিং শিখে নিতে পারবেন । তাই নিজের কর্ম দক্ষতা বাড়িয়ে দেশের বাহিরে যাই , অর্থ এবং সম্মান দু টাই কামাই ।


যেকোনো আপডেট পেতে পেজে নজর রাখুন: https://www.facebook.com/ProbashiShebaLimited

19 views

Comments


bottom of page